ডিসেম্বর ২২, ২০২৪

ঈদুল আজহার ছুটি শেষে কর্মস্থল ঢাকায় ফিরে ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল মনিরুজ্জামান তালুকদারের মৃত্যুর ঘটনায় চার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ।

রাজধানীতে শনিবার রাত থেকে ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ তথ্য জানিয়েছেন ঢাকা মহানগর (গোয়েন্দা) তেজগাঁও বিভাগের পুলিশের উপ কমিশনার মো. গোলাম সবুর।

ছিনতাইকারীদের পরিচয় প্রকাশ করেননি পুলিশের এই কর্মকর্তা। তিনি বলেন, গ্রেফতার ব্যক্তিদের একজন সরাসরি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। অন্যরা এর সঙ্গে জড়িত কিনা, তদন্ত করে দেখা হচ্ছে।

‘ছিনতাইকে কেন্দ্র করে’ মনিরুজ্জামানকে ছুরিকাঘাত করা হয় জানিয়ে উপকমিশনার বলেন, এ ঘটনার সঙ্গে তিন-চারজন জড়িত ছিলেন, যারা সবাই ছিনতাইকারী।

মনিরুজ্জামান (৪০) তেজগাঁও ট্রাফিক বিভাগে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি শেরপুরে। ঈদের ছুটি শেষে শনিবার ঢাকায় ফিরে কর্মস্থলে যাওয়ার সময় ফার্মগেট এলাকায় ছুরিকাঘাতের শিকার হন।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...