অক্টোবর ৬, ২০২৪

ছাত্র-জনতার অভ্যুত্থানে এ পযর্ন্ত ১০৫ জন শিশু নিহত হয়েছে বলে জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ। আজ রোববার (৬ অক্টোবর) সচিবালয়ে নিজ কার্যালয়ে এ তথ্য জানান তিনি।

মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা জানান, এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী জুলাই বিপ্লবে ১০৫ জন শিশু নিহত হয়েছে। এ সংখ্যা আরও বাড়তে পারে।

তিনি বলেন, ১ কোটি ২০ লাখ সুবিধা ভোগীর মধ্যে তালিকা প্রণয়নের ক্ষেত্রে ৪৩% ত্রুটিপূর্ণ রয়েছে বলে ইউনিসেফের পর্যবেক্ষণে জানানো হয়। বয়স্ক ভাতা বিধবা ভাতাসহ মহিলা ও শিশু মন্ত্রণালয়ের বিভিন্ন ভাতা দেয়ার ক্ষেত্রে যারা সুবিধাভোগী তাদের মধ্যে ৪৩% এমন রয়েছে যারা সুবিধা পাওয়ার যোগ্য নয়।

সব সরকারি প্রতিষ্ঠানে ডে-কেয়ার সেন্টার করার আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেন, এবিষয়ে সহযোগিতা করবে মন্ত্রণালয়।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *