সেপ্টেম্বর ১৪, ২০২৪

কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের আন্দোলন রুখতে শাটল ট্রেনের চাবি নিয়ে রেল চলাচল বন্ধ করে দেয়ার অভিযোগ উঠেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ছাত্রলীগের বিরুদ্ধে। আজ সোমবার (১৫ জুলাই) দুপুর আড়াইটার দিকে শাটল ট্রেনে করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে কোটা সংস্কার আন্দোলনকারীদের চট্টগ্রাম শহরে যাওয়ার কথা ছিল। কিন্তু শিক্ষার্থীদের পরিবহণের প্রধান বাহন শাটল ট্রেন এখনো বিশ্ববিদ্যালয় স্টেশনে দাঁড়িয়ে আছে।

আন্দোলনকারী শিক্ষার্থীদের জানা যায়, কোটা আন্দোলনের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অন্যতম সমন্বয়ক রাফিকে প্রক্টর অফিসে নিয়ে আসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ। এ সময় তারা রাফির ছাত্রত্ব বাতিলসহ তিনটি দাবি উপস্থাপন করেন। খবর পেয়ে কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা প্রক্টর অফিসের দিকে আসতে থাকেন। এ সময় আন্দোলনকারী এক শিক্ষার্থীকে আঘাত করে মাথা ফাটিয়ে দেয়ার অভিযোগ ওঠে। পাশাপাশি ছাত্রীদের হেনস্থারও অভিযোগ পাওয়া যায়।

কোটা আন্দোলনকারী ছাত্রীরা প্রক্টর অফিসে প্রবেশ করলে বাগ্‌বিতণ্ডার জের ধরে এক পর্যায়ে ছাত্রলীগ প্রক্টর অফিসের গেইটে তালা ঝুলিয়ে দেয়।

ট্রেনের চাবি ছিনিয়ে নেয়ার বিষয়ে নগরের ষোলশহর স্টেশন মাস্টার জয়নাল আবেদিন জানান, ‘রাজনৈতিক দলের ছেলেরা বিশ্ববিদ্যালয়ে অপেক্ষমাণ শাটল ট্রেনচালকের কাছ থেকে চাবি ছিনিয়ে নিয়েছে। এ কারণে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।’

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *