জানুয়ারি ১১, ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহীদুল্লাহ ও কার্জন হলে শিক্ষার্থীদের বাধায় প্রবেশে করতে না পেরে ককটেল বিস্ফোরণের অভিযোগ উঠেছে ছাত্রলীগের বিরুদ্ধে।

সোমবার সন্ধ্যা ৬টার দিকে হলের আশপাশে অবস্থান নিয়ে ককটেল ও ইট-পাটকেল নিক্ষেপ করে ছাত্রলীগ।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শহীদুল্লাহ হলের ভেতরে মিছিল করে আন্দোলনরত শিক্ষার্থীরা। এরপর হল সংলগ্ন এলাকায় গিয়ে ককটেল বিস্ফোরণ ঘটায় ছাত্রলীগের নেতাকর্মীরা। তারা হলে ঢোকার চেষ্টা করে ব্যর্থ হয়ে হল লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে।

এরপর শহীদুল্লাহ হল ও কার্জন হলে অবস্থানরত শিক্ষার্থীরা ছাত্রলীগকে লক্ষ্য করে ইট ছোড়ে। এতে বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে।
আহতরা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, শহীদুল্লাহ হল এলাকা থেকে অনেক আহত শিক্ষার্থী ও ছাত্রলীগের নেতাকর্মীরা চিকিৎসা নিতে এসেছেন।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...