ডিসেম্বর ২৫, ২০২৪

অভিনয় ও সংগীত- দুটোতেই সমান দখল দক্ষিণি তারকা ধানুশের। বাবা সিনেমার পরিচালক হওয়ায় মাত্র ১৬ বছর বয়সে নাম লিখিয়েছিলেন সিনেমায়। জনিপ্রিয়তা পেতেও তেমন একটা অপেক্ষা করতে হয়নি। কিন্তু ছাত্রজীবনে পরীক্ষায় ফেল করায় এই ধানুশকে ছেড়ে গিয়েছিলেন তার প্রেমিকা।

মাত্র ১৫ বছর বয়সে প্রেমে পড়েছিলেন ধানুশ। প্রেমিকাকে পাগলের মতো ভালোবাসতেন তিনি। কিন্তু ধরে রাখতে পারেননি। কলেজের পরীক্ষায় ফেল করায় তাকে ছেড়ে গিয়েছিলেন সেই প্রেমিকা।

তবে পরীক্ষায় ব্যর্থ হয়ে প্রেমিকা হারালেও বাস্তবজীবনে অনেক পেয়েছেন ধানুশ। দক্ষিণি চলচ্চিত্রের সুপারস্টার তিনি। মোট দুই বার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

গান গেয়েও কাঁপিয়েছেন উপমহাদেশ। তার ‘হোয়াই দিস কোলাবেরি ডি’গান শোনেনি এমন কাউকে খুঁজে পাওয়া দুস্কর। এ গান সম্পর্কে ধানুশ বলেছিলেন, মাত্র ছয় মিনিটে গানটি লিখেছিলাম। প্রথমবার গানটি রেকর্ডিং করতে লেগেছিল ৩৫ মিনিট।

ক্যারিয়ারে ৬২টি সিনেমা মুক্তি পেয়েছে ধানুশের। অধিকাংশই পেয়েছে জনপ্রিয়তা। বর্তমানে এ অভিনেতা ব্যস্ত আছেন তার পরবর্তী ছবিগুলো নিয়ে। মুক্তির অপেক্ষায় রয়েছে ধানুশের ৮ সিনেমা।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...