ডিসেম্বর ২১, ২০২৪

সম্প্রতি ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় নায়ক দেবের সঙ্গে মিসর ঘুরে এসেছেন অভিনেত্রী রুক্মিণী মৈত্র। দেশে ফেরার পর স্কুলের বন্ধুদের সঙ্গে ঘুরতে যান তিনি। ঘুরে বেড়ানোর কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে কটাক্ষের শিকার হয়েছেন অভিনেত্রী।

ছোট থেকে যে বন্ধুদের সঙ্গে বড় হয়েছেন তাদের সঙ্গে এখনো যোগাযোগ রয়েছে অভিনেত্রীর। বন্ধুদের বিয়েতে আনন্দ করা, বান্ধবীদের সঙ্গে বিভিন্ন পরিকল্পনা করা। এমনকি রুক্মিণীর জন্মদিনেও আমন্ত্রিত থাকে পুরো দল।

ছবি দেখে মনে হচ্ছে রুক্মিণী ভারতের গোয়ায় ঘুরতে গিয়েছেন। ৮ বছর আগেও এই একই গ্রুপ নিয়ে তিনি গোয়াতে যান। সেই স্মৃতি আবার নতুন করে দিলেন। রুক্মিণীকে কখনো সমুদ্রপাড়ে কখনো আখের রস কখনো কফিতে চুমুক দিতে দেখা যাচ্ছে।

রুক্মিণীকে কটাক্ষ করা হয় ঘাটালের বন্যা পরিস্থিতি নিয়ে। আসলে দেব এই ঘাটালের সংসদ সদস্য, আর রুক্মিণী যেহেতু তার প্রেমিকা, সেই কারণেই তাকে কটাক্ষের মুখে পড়তে হয়েছে।

অনেকে লেখেন, ‘শ্বশুরবাড়িতে যে বন্যা হয়েছে গো, একবার এসে দেখে যাও দেখি।’

আবার কেউ কেউ লেখেন, ‘ঘাটালের কী বাজে অবস্থা…ম্যাডাম ওইদিকে একটু লক্ষ্য দিন।’

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...