যোগ দিয়েই ইসি সচিব শফিউল আজিম বলেন, ‘চ্যালেঞ্জ নিয়েই কাজ করতে হবে। সংবিধান মেনে ও আইনানুগভাবেই কাজ করতে চাই। সংশ্লিষ্ট সবাইকে সঠিকভাবে সেবা দিতে চাই।’
শফিউল আজিম বলেন, ‘নতুন কর্মক্ষেত্র চ্যালেঞ্জ মনে হলেও তা মোকাবিলা করাটাই কৃতিত্ব। আশা করি, দায়িত্বের এই সময়কে স্মরণীয় করে রাখতে পারব।’
গত ২১ মে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জানানো হয়, নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মো. জাহাংগীর আলমকে জননিরাপত্তা বিভাগের সচিব করা হয়েছে। অবিলম্বে এ আদেশ কার্যকর হবে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক আরেকটি প্রজ্ঞাপনে জানানো হয়েছে, নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব করা হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক শফিউল আজিমকে।