ডিসেম্বর ২৩, ২০২৪

দু্ই বাংলার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া চোখে অস্ত্রোপচার করিয়েছেন । রোববার (১৩ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর একটি হাসপাতালে তার ডান চোখে অস্ত্রোপচার করা হয়।

অস্ত্রোপচারের পর হাসপাতাল থেকে ছাড় পেয়েছেন নুসরাত ফারিয়া। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী এখন বাড়িতে বিশ্রামে রয়েছেন। এ বিষয়ে নুসরাত ফারিয়া বলেন, ‘এখন অনেকটা ভালো আছি। যত দিন না চোখ ঠিক হবে, ডাক্তাররা বলেছেন মেকআপ করতে পারব না। আশা করছি, দ্রুত সুস্থ হয়ে কাজে ফিরতে পারব।’

চোখে অস্ত্রোপচারের কারণ ব্যাখ্যা করে নুসরাত ফারিয়া বলেন, ‘আমার ডান চোখে সংক্রমণ হয়েছিল। অনেক দিন ধরেই এ সমস্যায় ভুগছিলাম। এটা নিয়েই কাজ করছিলাম। কিন্তু গত এক সপ্তাহ ধরে ব্যথা এতটাই বেড়ে যায় যে, অপারেশন করাতে হয়।’

সম্প্রতি মুক্তি পেয়েছে ‘সুড়ঙ্গ’ সিনেমা। এতে আইটেম গানে পারফর্ম করে প্রশংসা কুড়িয়েছেন নুসরাত ফারিয়া। ঢাকাই সিনেমার পাশাপাশি ওপার বাংলার সিনেমা, ওয়েব সিরিজে কাজ করছেন তিনি। ভারতীয় বাংলা সিনেমার পরিচালক রাজ চক্রবর্তী নির্মাণ করছেন ওয়েব সিরিজ ‘আবার প্রলয়’। এতে আইটেম গানে নেচেছেন নুসরাত।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...