ডিসেম্বর ২২, ২০২৪

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি প্রক্রিয়া ও ওরিয়েন্টেশন স্থগিত করা হয়েছে।

এই তিন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি কমিটির ওয়েবসাইটে জানানো হয়েছে, অনিবার্য কারণে ভর্তি প্রক্রিয়া স্থগিত করা হয়েছে; ভর্তির পরিবর্তিত তারিখ পরবর্তীতে শিক্ষার্থীদের এসএমএস করে এবং ওয়েবসাইটের মাধ্যমে জানানো হবে।

সর্বজনীন পেনশনের ‘প্রত্যয় স্কিম’ বাতিলের দাবিতে শিক্ষক এবং কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলনের মধ্যে গুচ্ছভুক্ত তিন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম স্থগিত করা হয়েছে।

গত ৬ জুন এক বিজ্ঞপ্তিতে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের চতুর্থ ধাপের ভর্তি প্রক্রিয়া ৩ ও ৪ জুলাই সম্পন্ন করতে বলা হয়েছিল। পরে তা পিছিয়ে ১৪ ও ১৫ জুলাই করা হয়েছিল।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...