জানুয়ারি ২৫, ২০২৫

চীনের গুয়াংদং প্রদেশে একটি কিন্ডারগার্টেনে এক ব্যক্তি ছুরি দিয়ে হামলা চালিয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ৷ এই ঘটনায় ছয়জন নিহত ও একজন আহত হয়েছেন।

লিয়ানজিয়াং কাউন্টিতে এই ছুরি হামলার ঘটনা ঘটে। সন্দেহভাজনের বাড়ি লিয়ানজিয়াংয়ে, বয়স ২৫ বছর৷ পুলিশ তাকে আটক করেছে৷ এখনো পর্যন্ত এই ঘটনার আর কোনো তথ্য মেলেনি৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ কেন এই হামলা, তা জানার চেষ্টা করছে তারা৷

স্থানীয় সরকারের এক মুখপাত্রের বরাত দিয়ে এএফপি জানিয়েছে, নিহতদের মধ্যে একজন শিক্ষক, দুই বাবা-মা এবং তিনজন শিশু রয়েছে। সূত্র: ডিডাব্লিউ, রয়টার্স, এএফপি

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...