জানুয়ারি ২১, ২০২৫

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে বৈঠক করেছেন। আজ মঙ্গলবার (২১ জানুয়ারি) বেইজিংয়ে তারা এই দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হন।

মঙ্গলবার সকালে বেইজিংয়ে চীনা পররাষ্ট্র মন্ত্রী ওয়াং ই’র সঙ্গে বৈঠক হলেও সে বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি।

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র আমন্ত্রণে সোমবার সে দেশে সফরে যান পররাষ্ট্র উপদেষ্টা।

পররাষ্ট্র উপদেষ্টার চীন সফরে বাংলাদেশ ও চীনের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তিতে বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। পররাষ্ট্র উপদেষ্টা বেইজিং সফর শেষে সাংহাই যাবেন।

তিন দিনের সফর শেষে আগামী ২৪ জানুয়ারি পররাষ্ট্র উপদেষ্টার দেশে ফিরবেন তিনি।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...