জানুয়ারি ২২, ২০২৫

আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করতে নেমে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়েছে ভারত। কোনো উইকেট না হারিয়ে ১৮ রান করা ভারত এরপর খেই হারিয়ে ফেলে। মাত্র ৪ রানের ব্যবধানে হারায় ৪ উইকেট।

পরপর দুই বলে ফেরেন ওপেনার ইয়েসবি জসওয়াল ও সাবেক অধিনায়ক বিরাট কোহলি। জসওয়াল ৬ বলে ৪ রান করার সুযোগ পেলেও গোল্ডেন ডাক মারেন সাবেক অধিনায়ক বিরাট কোহলি। দুজনেই ফেরেন ফরিদ আহমেদের বলে।

আগের ম্যাচে ৬৩ রানের ঝলমলে ইনিংস খেলে দলের জয়ে অবদান রাখেন শুভম মুদে। আজ চার নম্বর পজিশনে ব্যাটিংয়ে নামা শুভম দুবেকে ১ রানে ফেরান আজমতউল্লাহ ওমরজাই।

এরপর ফের ভারতীয় শিবিরে আঘাত হানেন বাঁহাতি পেসার ফরিদ আহমেদ। তার তৃতীয় শিকার হন সাঞ্জু স্যামসন। তিনিও কোহলির মতো গোল্ডেন ডাক মারেন।

ইয়েসবি জসওয়াল, বিরাট কোহলি, শুভম দুবে ও সাঞ্জুস্যামসনের বিদায়ে ১৮ থেকে ২২ রানের মধ্যেই ৪ উইকেট হারায় ভারত। দলের এমন ব্যাটিং বিপর্যয়ে উইকেটের এক প্রান্ত আগলে রাখেন অধিনায়ক রোহিত শর্মা।

তিন ম্যাচ সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টিতে টানা জয়ে আগেই সিরিজ নিশ্চিত করে ভারত

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...