জানুয়ারি ২৩, ২০২৫

দলীয় পঞ্চাশের আগেই চার উইকেট হারিয়ে চাপে পড়েছে বাংলাদেশ। লাহোরে এশিয়া কাপ সুপার ফোরের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে একে একে সাজঘরে ফিরে গেছেন মেহেদী হাসান মিরাজ (০), লিটন দাস (১৬), নাঈম শেখ (২০), তৌহিদ হৃদয় (২)।

আগের ম্যাচে সেঞ্চুরি করা মিরাজ প্রথম বলেই আউট হন। শুরুর ধাক্কা সামলে উঠার ইঙ্গিত ছিল লিটন দাসের ব্যাটে। নাসিম শাহকে তিন বাউন্ডারি মেরে বাংলাদেশের দর্শকের উচ্ছ্বাসে ভাসান এশিয়া কাপে নিজের প্রথম ম্যাচে।

শুরুতেই মিরাজের উইকেট হারানোর ক্ষতিও পোষাতে থাকেন। বাড়াতে থাকেন রান রেট। তবে শাহীন শাহ আফ্রিদির করা অফস্টাম্পের বাইরের বল সুইং করে আরও বেরিয়ে যাওয়ার মুখে খোঁচা মেরে আউট হন কিপারের হাতে ক্যাচে।

ইনিংসের অষ্টম ওভার ও নিজের প্রথম ওভারেই সফলতা পান হারিস রউফ। তুলে নেন নাঈমের উইকেট। এ বাঁহাতি ওপেনার ২৫ বলে চারটি চারে করেন ২০ রান। পরের ওভারের প্রথম বলে পান আরেকটি সফলতা। বোল্ড করেন তাওহিদ হৃদয়কে। ৫৪ রানে ৪ উইকেট হারায় বাংলাদেশ। সূত্র চ্যানেল আই

টস জিতে ব্যাটিংয়ে নেমে নাসিম শাহর বলে স্কয়ার লেগে ফখর জামানের হাতে সহজ ক্যাচ তুলে দেন মিরাজ। দ্বিতীয় ওভারের প্রথম বলে বাংলাদেশের স্কোরকার্ডে কোনো রান ওঠার আগেই বিচ্ছিন্ন হয় ওপেনিং জুটি।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...