জানুয়ারি ২২, ২০২৫

সরকারি চাকরিতে নিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন বাতিলের জন্য সরকারকে সুপারিশ করতে যাচ্ছে জনপ্রশাসন সংস্কার কমিশন। আজ মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে দায়িত্ব পালন করা সাংবাদিকদের সাথে জনপ্রশাসনের সংস্কার কমিশনের মতবিনিময় সভায় এ কথা জানান কমিশন প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী।

এসময় গত ১৫ বছরের মতো প্রশাসনে দলীয়করণ কখনো হয়নি উল্লেখ করে ভবিষ্যতে আর হবেনা বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

তিনি বলেন, চাকরি ও পাসপোর্ট পাওয়ার ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন প্রথা তুলে দেবার সুপারিশ করা হবে। তাছাড়া জনপ্রশাসনে উপসচিব ও যুগ্ম সচিব পদে পরীক্ষার মাধ্যমে পদোন্নতির সুপারিশ করার সিদ্ধান্ত নিয়েছে জনপ্রশাসন সংস্কার কমিশন।

আর স্বাস্থ্য ও শিক্ষা ক্যাডারকে বিচারবিভাগের মতো আলাদা করার সুপারিশ করা হবে বলে জানিয়েছেন সদস্যসচিব ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান।

জবাবদিহিমূলক, দক্ষ ও নিরপেক্ষ জনপ্রশাসন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে ৩ অক্টোবর গঠন করা হয় জনপ্রশাসন সংস্কার কমিশন। দেড় মাস পর মঙ্গলবার সচিবালয়ে দায়িত্ব পালন করা সাংবাদিকদের সাথে মত বিনিময় করলেন জনপ্রশাসনের সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী ও সদস্যসচিব মোখলেস উর রহমান।

এসময় সাংবাদিকদের পক্ষ থেকেও বিভিন্ন মতামত তুলে ধরা হয়। তার প্রেক্ষিতে কমিশন প্রধান জানান, পদোন্নতির ক্ষেত্রে পরীক্ষার পাশাপাশি উপসচিব পদে প্রশাসন ক্যাডারের জন্য ৫০ শতাংশ এবং অন্য ক্যাডার থেকে ৫০ শতাংশ সুপারিশ করা হচ্ছে।

গত ১৫ বছরে প্রশাসনে দলীয়করণ হয়েছে দাবি করে তা যেন না হয় সে লক্ষ্যে সুপারিশ থাকবে বলেও জানান আব্দুল মুয়ীদ চৌধুরী।

অন্যদিকে কোনো কর্মকর্তাকে সাধারণ জনগণের স্যার সম্বোধনের প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন জনপ্রশাসন সচিব মোখলেস উর রহমান। তিনি জানান, জেলা প্রশাসন নিয়োগে কিছুদিনের মধ্যে নতুন ফিটলিস্ট করা হবে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...