নভেম্বর ২৪, ২০২৪

চাইম’ ব্যান্ডের ভোকালিস্ট এবং আশি ও নব্বইয়ের দশকের জনপ্রিয় সংগীতশিল্পী খালিদ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আজ সোমবার (১৮ মার্চ) রাতে ঢাকার গ্রিনরোডের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে। এক ফেসবুক পোস্টে শব্দ প্রকৌশলী ঈশা খান দূরে বিষয়টি জানিয়েছেন।

‘সরলতার প্রতিমা’, ‘কোনো কারণেই ফেরানো গেল না তাকে’, ‘যদি হিমালয় হয়ে দুঃখ আসে’, ‘তুমি নেই তাই’ এর মতো বহু জনপ্রিয় গানে কন্ঠ দিয়েছেন খালিদ। এসব গানের মাধ্যমে শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নেন খালিদ।

১৯৮১ সাল থেকে সংগীতের ক্যারিয়ার শুরু করেন। ১৯৮৩ সাল থেকে যোগ দেন ‘চাইম’ ব্যান্ডে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...