সেপ্টেম্বর ৮, ২০২৪

চতুর্থবারের মতো নেপালের প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছেন কে পি শর্মা অলি। সোমবার নতুন মন্ত্রিসভার সঙ্গে শপথ নেবেন তিনি। দেশটির রাজনৈতিক অস্থিতিশীলতা ও কঠিন চ্যালেঞ্জের মুখে তিনি প্রধানমন্ত্রী নিযুক্ত হলেন।

রোববার দেশটির গণমাধ্যম এ তথ্য প্রকাশ করেছে।

৭২ বছর বয়সী অলি পুষ্প কমল দাহালের স্থলাভিষিক্ত হচ্ছেন। তিনি শুক্রবার হাউস অব রিপ্রেজেন্টেটিভসে আস্থার ভোট হারিয়ে ক্ষমতাচ্যুত হন। ফলে দেশটির সংবিধানের ৭৬ (২) অনুচ্ছেদ অনুসারে নতুন সরকার গঠনের প্রক্রিয়া শুরু হয়।

নেপালি কংগ্রেসের ৮৮ জন, ইউএমএল-এর ৭৮ জনসহ ১৬৬ জন আইন প্রণেতার সমর্থনের পর প্রেসিডেন্ট পাউডেল অলিকে সংবিধানের ৭৬(২) অনুচ্ছেদ অনুসারে নিয়োগ দেন।

কে পি শর্মা অলি এর আগে ২০১৫ সালের ১১ অক্টোবর থেকে ২০১৬ সালের ৩ আগস্ট পর্যন্ত, ২০১৮ সালের ৫ ফেব্রুয়ারি থেকে ২০২১ সালের মে মাস ও ২০২১ সালের মে মাস থেকে ১৩ জুলাই পর্যন্ত নেপালের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *