বিজ প্রতিনিধি
জাতীয় গ্রিডে বিদ্যুৎ বিপর্যয়ের পর বন্ধ হয়ে যাওয়া নরসিংদীর ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ৫ নম্বর ইউনিটে আবারও উৎপাদন শুরু হয়েছে।
বুধবার (১৯ অক্টোবর) রাত ১০টা ১৫ মিনিটে এই ইউনিটের উৎপাদন শুরু হয়।
ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী আবু বক্কর ছিদ্দিক এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ৪ অক্টোবর জাতীয় গ্রিডে বিদ্যুৎ বিপর্যয় দেখা দিলে ঘোড়াশাল বিদ্যুৎকেন্দ্রের ২১০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ৫ নম্বর ইউনিটটি বন্ধ হয়ে যায়। পরে যান্ত্রিক সমস্যার সমাধান করে গত ১০ অক্টোবর ইউনিটটি চালু করা হয়। কিন্তু চালু হওয়ার দুই দিনের মাথায় ইউনিটটির বিয়ারিং ভেঙে গিয়ে আবারও বন্ধ হয়ে যায়। এরপর বেশ কয়েক দিন ধরে ইউনিটটির বিয়ারিং মেরামতের কাজ করা হয়। পরে বুধবার রাত থেকে পুরোদমে উৎপাদন শুরু করে।
১৯৬৭ সালে শীতলক্ষ্যা নদীর তীরে প্রতিষ্ঠিত হয় ঘোড়াশাল তাপবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। এখান থেকে প্রতিদিন গড়ে ১৩১০ মেগা ওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হয়।