জানুয়ারি ৫, ২০২৫

ঘূর্ণিঝড় দানার প্রভাবে দেশের উপকূলীয় এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে। আজ বৃহস্পতিবার (২৪শে অক্টোবর) সকাল থেকে সাতক্ষীরায় থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এতে ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ নিয়ে চরম দুশ্চিন্তায় রয়েছেন সাতক্ষীরা উপকূলের মানুষ। এরইমধ্যে সাতক্ষীরার নদীগুলোতে জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে কিছুটা বেড়েছে।

পানি উন্নয়ন বোর্ড সূত্র ও স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, সাতক্ষীরার শ্যামনগর উপকূলের অন্তত নয়টি পয়েন্টে উপকূল রক্ষা বেড়িবাঁধ মারাত্মক ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। সামান্য জলোচ্ছ্বাসের কারণে এসব পয়েন্টে বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হতে পারে পুরো জনপদ।

সাতক্ষীরা জেলা প্রশাসক বলেন, ঘূর্ণিঝড় মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন। সাতক্ষীরায় ৮৮৭টি সাইক্লোন শেল্টার ও আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। যেখানে ৪ লাখ ৪৩ হাজার ৫০০মানুষ নিরাপদে আশ্রয় নিতে পারবেন। এছাড়াও জেলা প্রশাসনের পক্ষ থেকে ঘূর্ণিঝড় ‘দানা’ মোকাবিলার সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

এদিকে, ঘীর্ণিঝড় দানানর প্রভাবে সকাল থেকে বরিশালের আকাশ মেঘলা রয়েছে। সকালে বৃষ্টি হলেও সকাল ৮টার পর আর বৃষ্টি হয়নি। বরিশালের আবহাওয়া অফিস জানিয়েছে, ঘূর্ণিঝড় ‘দানা’ র প্রভাবে গত ২৪ ঘন্টায় বরিশালে ৭.৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এদিকে, ঘূর্ণিঝড় ‘দানা’ মোকাবেলায় বরিশাল জেলা দূর্যোগ ব্যাবস্থাপনা কমিটির জরুরী সভা করেছে বরিশালের জেলা প্রশাসন।

‘দানা’ মোকাবেলায় জেলায় ৫৪১ টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। দূর্যোগ মোকাবেলায় ঘুর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচীর ( সিপিপি) ৩২ হাজার স্বেচ্ছা সেবক, রেডক্রিসেন্টের ২০০ স্বেচ্ছাসেবক প্রস্তুত রয়েছে। এর সাথে স্কাউট সদস্য ও বিএনসিসি সদস্যদের যুক্ত করার কথা বলা হয়েছে।

দানার প্রভাবে পটুয়াখালীতে রাতভর হালকা থেকে মাঝারী বৃষ্টিপাত হয়েছে। আকাশ ঘন মেঘাচ্ছন্ন রয়েছে। বাতাসের চাপ কিছুটা বেড়েছে। নদ-নদীর পানির উচ্চতাও কিছুটা বেড়েছে। এদিকে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর বেশ উত্তাল রয়েছে। বড় বড় ঢেউ তীরে আছড়ে পড়ছে।

ঘূর্নিঝড় দানা আজ রাত তিনটায় পায়রা সমুদ্র বন্দর থেকে ৪৯০ কিলোমিটার দক্ষিণ দক্ষিন-পশ্চিমে অবস্থান করছিল। উপকূলীয় এলাকা দিরঢ ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সঙ্গে করছে আবহাওয়া অফিস। তাই পটুয়াখালীর পায়রা সহ দেশের সব সমুদ্র বন্দরকে ০৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সকল মাছধরা ট্রলার সমূহকে নিরাপদে থাকতে বলা হয়েছে। এদিকে ঘূর্নিঝড় দানা মোকাবেলায় ৮২৯ টি সাইক্লোন সেল্টার সহ সিপিপি সেচ্ছাসেবক ও মেডিকেল টিম প্রস্তুত রেখেছে জেলা প্রশাসন।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...