ডিসেম্বর ২২, ২০২৪

‘পেশাগত স্বাস্থ্য ও সেইফটি’ দিবসে দেশের ১২টি খাতের ২৯টি কারখানা/প্রতিষ্ঠান পাচ্ছে ‘গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড-২০২৩’। আগামীকাল রোববার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনে কেন্দ্রে এসব প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে অ্যাওয়ার্ড তুলে দেবেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

আজ শনিবার (২৭ এপ্রিল) বিজয়নগরে শ্রম ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম চৌধুরী বলেন, ২০০৩ সাল থেকে আন্তর্জাতিক শ্রম সংস্থার উদ্যোগে বিশ্বব্যাপী প্রতিবছর ২৮ এপ্রিল ‘বিশ্ব কর্মক্ষেত্রে নিরাপত্তা ও স্বাস্থ্য দিবস’ পালিত হয়। বাংলাদেশে ‘জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি নীতিমালা ২০১৩’ অনুযায়ী ২০১৬ সাল থেকে শুরু করে প্রতিবছর শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে বাংলাদেশে জাতীয়ভাবে ২৮ এপ্রিল ‘পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস’ উদযাপন করা হচ্ছে। কর্মক্ষেত্রে পেশাগত স্বাস্থ্য ও সেফটি সংক্রান্ত বিধিবিধান পালনকে সংস্কৃতি হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এ দিবসে ঢাকাসহ দেশের সব শ্রমঘন এলাকায় প্রচারণামূলক কার্যক্রম গ্রহণ করা হয়।

অ্যাওয়ার্ডপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো-

১. তৈরি পোশাক (ওভেন)
এআর জিনস প্রডিউসার লি., মাহমুদা এ্যাটার্স লিমিটেড, ইভিটেক্স ড্রেস শার্ট লিমিটেড, ডিজাইনার ফ্যাশন লিমিটেড, সাউদার্ন গার্মেন্টস লি., জিরাবো।

২. তৈরি পোশাক (নিট)
পাকিজা নিট কম্পোজিট লিমিটেড, ইপিলিয়ন নীটওয়্যারস লিমিটেড, লায়লা স্টাইল লি., জিএমএস টেক্সটাইল লিমিটেড, জেনেসিস ফ্যাশন্স লিমিটেড, অকো টেক্স লি.

৩. টেক্সটাইল
ফোর এইচ ডায়িং অ্যান্ড প্রিন্টিং লিমিটেড, এনভয় টেক্সটাইলস লিমিটেড, পাহাড়তলী টেক্সটাইল অ্যান্ড হোসিয়ারি মিলস।

৪. চা
মির্জাপুর চা বাগান, চাতলাপুর চা কারখানা, জেরিন চা বাগান, গাজীপুর চা বাগান।

৫. চামড়া (ফিনিশড গুডস)
বাটা সু কোম্পানি (বাংলাদেশ) লি., এপেক্স ফুটওয়্যার লিমিটেড, এফ বি ফুটওয়্যার লিমিটেড।

৬. চামড়া (ট্যানারি)
এস এ এফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

৭. সিমেন্ট
লাফার্জ হোলসিম বাংলাদেশ লিমিটেড, হাইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশ লিমিটেড।

৮. প্লাস্টিক
বঙ্গ বিল্ডিং ম্যাটেরিয়ালস লি.

৯. ফার্মাসিউটিক্যালস
বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লি.

১০. টাইলস অ্যান্ড সিরামিক
শাইনপুকুর সিরামিকস লি.

১১. ইলেক্ট্রিক অ্যান্ড ইলেক্ট্রনিক্স পণ্য প্রস্তুতকারক
ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ, পিএলসি।

১২. খাদ্য প্রক্রিয়াজাতকরণ
আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লি.

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...