জানুয়ারি ২৪, ২০২৫

সাজার মেয়াদ শেষের পরও মৌলভীবাজার কারাগারে থাকা গোবিন্দ উড়িয়াকে দ্রুত মুক্তির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি নাঈমা হায়দারের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ আজ সোমবার (১৫ জানুয়ারি) এ আদেশ দেন। সেই সঙ্গে সারাদেশের কারাগারগুলোতে সাজার মেয়াদ শেষের পরও থাকা বিদেশি বন্দীদের তালিকা দাখিল করতে আইজি প্রিজন্সকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

এর আগে গত ২ জানুয়ারি গোবিন্দ উড়িয়াকে ৭২ ঘণ্টার মধ্যে ভারতে ফেরত দিতে সরকারকে লিগ্যাল নোটিশ পাঠান আইনজীবী বিভূতি তরফদার। একইসঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে এ সমস্ত বিদেশি নাগরিকদের আইনি সহায়তা দিতে সেল গঠনের বিষয়ে ব্যবস্থা নেয়ার জন্যও বলা হয়।

লিগ্যাল নোটিশে বিবাদী করা হয় স্বরাষ্ট্র সচিব, পররাষ্ট্র সচিব, আইন সচিব, আইজি প্রিজন্স ও মৌলভীবাজার জেলা প্রশাসককে। পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে এ বিষয়ে ব্যবস্থা নেয়ার কথাও বলা হয় লিগ্যাল নোটিশে। এরপরই গোবিন্দ উড়িয়াকে দ্রুত মুক্তির নির্দেশ দিলেন হাইকোর্ট।

সম্প্রতি বাংলাদেশের কারাগারে থাকা ভারতীয় কিশোর রোহিদাস মুক্তি পেয়ে ভারতে যায় চ্যানেল-24 এর নিউজের সূত্র ধরে। এরপরই আরেক যুবকের সন্ধান পায় চ্যানেল-24, যে কিনা সাজার মেয়াদ শেষের পরও ২ বছর ধরে কারাগারে আটক আছেন। গত ২৮ ডিসেম্বর গোবিন্দ উড়িয়াকে নিয়ে সংবাদ প্রচার করে চ্যানেল-24।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...