নভেম্বর ২৭, ২০২৪

গোপালগঞ্জে হিট শকের মধ্যেও বাংলাদেশ পরমাণুু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উদ্ভাবিত লবণ সহিষ্ণু বিনাধান ১০ বাম্পার ফলন দিয়েছে। প্রতি হেক্টরে এ ধান ৭ মেট্রিক টন ফলেছে। লবণ ও তাপ সহিষ্ণু এ জাতের ধানে কোন চিটা হয়নি। বিনাধান ১০ চাষাবাদ করে গোপালগঞ্জের কৃষক লাভবান হয়েছেন।

সারাদেশে এ জাতের ধানের চাষাবাদ ছড়িয়ে দিতে পারলে দেশের ধানের উৎপাদন আরো বৃদ্ধি পাবে। কৃষক লাভবান হবেন।
গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার রামদিয়া দক্ষিণপাড়া গ্রামের কৃষাণী শিপ্রারানী ভৌমিকের জমিতে উৎপাদিত বিনাধান ১০ কেটে পরিমাপ করে বিনার পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

বিনা গোপালগঞ্জ উপকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও উর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. কামরুজ্জামান বলেন, গোপালগঞ্জে লবণের আগ্রাসন বৃদ্ধি পাচ্ছে। তাই গোপালগঞ্জসহ বৃহত্তর ফরিদপুরের ৫ জেলায় চলতি বোরো মৌসুমে জমিতে ৬০ টি প্রদর্শনী প্লটে কৃষক বিনা ১০ ধানের আবাদ করেন। প্রতি হেক্টরে এ জাতের ধান ৭ টন ফলন দিয়েছে। এ ধান হিট শকে আক্রান্ত হয়নি। এ জাতের ধান হিট ও লবণ সহিষ্ণু। বোরো মৌসুমে বিআর ২৮ ধানের মতোই এ ধানের চাষাবাদ করা যায়। এ ধান চাষাবাদে সেচ, সার ও কীটনাশক কম লাগে । প্রতি হেক্টরে এ জাতের ধান প্রচলিত ধানের তুলনায় অন্তত ২ টন বেশি ফলন দেয়। স্বল্প জীবনকাল সম্পন্ন এ ধানের চাষবাদ করে কৃষক একই জমিতে বছরে আরো ২ থেকে ৩টি ফসল করে লাভবান হতে পারেন। তাই সারাদেশে এ জাতের ধানের চাষাবাদ ছড়িয়ে দিতে পারলে দেশে ধানের পাশাপাশি বিভিন্ন ফসলের উৎপাদন বৃদ্ধি পাবে। ওই কর্মকর্তা আরো বলেন, লবণাক্ততা নেই, এমন জমিতে এ জাতের ধান আরো বেশি ফলন দিতে সক্ষম।

কাশিয়ানী উপজেলার রামদিয়া দক্ষিণপাড়া গ্রামের কৃষাণী শিপ্রা রানী ভৌমিক বলেন, টানা ১ মাসের হিট শকে আমাদের মাঠের অন্যান্য জাতের ধান একটু কম ফলন দিয়েছে । কিন্তু আমার ক্ষেতের লবণ শহিষ্ণু বিনাধান ১০ হিট শকে আক্রান্ত হয়নি। ধানে চিটা নেই। বিনার পরামর্শে চাষ করে বাম্পার ফলন পেয়ে আমার লাভ হয়েছে। এই ধান কাটার পর আমি এ জমিতে আরো ২ টি ফসল করবো। এতে আমার ধান ও অন্যান্য ফসল উৎপাদন বৃদ্ধি পাচ্ছে।

একই গ্রামের কৃষক পাবুল সিকদার বলেন,এ ধান উৎপাদনে পানি সেচ, সার ও কীট নাশক তুলনামুলকভাবে অনেক কম লাগে। এ ধান চাষ করে বেশি ফলন পেয়ে আমি অধিক লাভবান হয়েছি। লবণের কারণে আমাদের মাঠের অন্যান্য জমির ধানের ফলন কমেছে। কিন্তু বিনাধান ১০ লবনের মধ্যেও ভালো ফলন দিয়েছে। সূত্র বাসস।

একই গ্রামের কৃষক শংকর বিশ্বাস বলেন, বিনাধান ১০ হিট শক ও লবণাক্ততাসহ ক্লাইমেট চেঞ্জের সব প্রতিকূলতা অতিক্রম করে ভালো ফলন দিয়েছে। কিন্তু আমাদের জমিতেই অন্য জাতের ধান হিট শক ও লবনের কারণে কম ফলেছে। তাই আগামীতে আমরা বিনা ১০ ধানের আবাদ আরো বৃদ্ধি করবো।

বাংলাদেশ পরমানণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের ( বিনা) মহাপরিচালক ও বিনা ১০ ধানের উদ্ভাবক ড. মির্জা মোফাজ্জল ইসলাম বলেন, জলবায়ূ পরিবর্তনের ফলে আমাদের চাষাবাদে প্রতিকূল পরিবেশ সৃষ্টি হচ্ছে। পরিবর্তিত জলবায়ূর সবধরণের প্রতিকূলতা অতিক্রম করে বিনাধান ১০ বাম্পার ফলন দিতে সক্ষম। তাই ভবিষ্যতে ধান ও বিভিন্ন ফসলের উৎপাদন বৃদ্ধি করতে স্বল্প জীবনকাল সম্পন্ন এ জাতের ধান চাষ করার জন্য কৃষক ভাইদের প্রতি আহবান জানাচ্ছি।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...