জানুয়ারি ১০, ২০২৫

বি‌এন‌পি ডাকা ১০ দফায় দুইদিনের অব‌রো‌ধ চলকা‌লে গতকাল বুধবার সকাল ৬টা থেকে আজ বৃহস্প‌তিবার সকাল ৬টা পর্যন্ত ১২টি যানবাহনে আগুন দি‌য়ে‌ছে দুর্বৃত্তরা।

এর মধ্যে ঢাকা সিটিতে ৬টি, গাজীপুর ২টি, চট্টগ্রামে ৩টি ও সিরাজগঞ্জে ১টি করে যানবাহনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় ৬টি বাস, ২টি কাভার্ড ভ্যান, ১টি ট্রাক ও ৩টি পিকআপ ক্ষতিগ্রস্ত হয়। এই আগুন নেভা‌তে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ২১টি ইউনিট ও ১০৫ জন জনবল কাজ করে।
অসময়ে বৃষ্টি, ফসলের ক্ষতি

ফায়ার সা‌র্ভিস জা‌নি‌য়ে‌ছে, গত ২৮ অক্টোবর থেকে আজ পর্যন্ত সকাল ৬টা পর্যন্ত মোট ২৬৬টি অগ্নিসংযোগের (কয়েকটি স্থাপনাসহ যানবাহনে) সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...