ডিসেম্বর ২২, ২০২৪

ক্রিস গেইলের ১০ ছক্কার ম্যাচেও জয় পায়নি তার দল তেলেঙ্গানা টাইগার্স। আইভিপিএলের ষষ্ঠ ম্যাচে ভিভিআইপি উত্তরপ্রদেশের বিপক্ষে ১০টি ছক্কা হাঁকিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেটার।

ভারতের নদীয়া জেলার গ্রেটার নয়ডা স্পোর্টস কমপ্লেক্স গ্রাউন্ডে ২৭০ রানের বিশাল টার্গেট তাড়া করতে নেমে ৪৫ রানে হেরেছে গেইলদের তেলেঙ্গানা টাইগার্স। গেইল ৪৬ বলে তিনটি চার আর ১০টি ছক্কার সাহায্যে ৯৪ রানের ঝড়ো ইনিংস খেলেন।

সোমবার ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিস গেইল ভিভিআইপি উত্তর প্রদেশের বিরুদ্ধে ইন্ডিয়ান ভেটেরানস প্রিমিয়ার লিগের (আইভিপিএল) ষষ্ঠ ম্যাচে তেলেঙ্গানা টাইগার্সদের হয়ে ১০টি ছক্কা হাঁকিয়েছেন। গেইলের তেলেঙ্গানা ৭ উইকেট হারিয়ে ১৯৮ রান করতে সক্ষম হয়।

ভিভিআইপি উত্তরপ্রদেশের অধিনায়ক সুরেশ রায়না টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন। আগে ব্যাট করে ৪ উইকেট ২৬৯ রান করে উত্তরপ্রদেশ। দলের হয়ে পবন নেগি ৫৬ বলে ১৬টি চার আর ৮ ছক্কায় ১৩৯ রান করেন।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...