জানুয়ারি ১১, ২০২৫

জাতীয় নির্বাচন ঠেকাতে বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টার অবরোধের দ্বিতীয় দিনে রাজধানীতে বাসে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। আজ সোমবার (৪ ডিসেম্বর) দুপুর ২টা ২৩ মিনিটে গুলিস্তান জিরো পয়েন্টে তানজিল পরিবহনের একটি বাসে আগুন দেয় অবরোধকারীরা। এতে পুরো বাসটি পুড়ে যায়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস জানায়, ২টা ৪০ মিনিটে সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের ২টি ইউনিট পুলিশ প্রটেকশনে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

উল্লেখ্য, ঢাকায় গত ২৮ অক্টোবর রাজধানীতে বিএনপির সমাবেশকে ঘিরে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। এতে এক পুলিশ সদস্য নিহত হন। পরদিন ২৯ অক্টোবর হরতাল পালন করে বিএনপি। এরপর বিভিন্ন মেয়াদে এ নিয়ে ৯ বার অবরোধের ডাক দেয় দলটি। এবারের অবরোধ শেষ হবে মঙ্গলবার সকাল ৬টায়।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...