জানুয়ারি ৫, ২০২৫

মেক্সিকোতে একটি গির্জার ছাদ ধসে সাতজন নিহত এবং আরও ২০ জন আটকা পড়েছেন। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, সিউদাদ মাদেরোর সান্তা ক্রুজের গির্জার ছাদ ধসে পড়ার পরে ৪৯ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। খবর বিবিসি’র।

স্থানীয় সময় রোববার বিকেলে এই দুর্ঘটনা ঘটে। এ সময় অন্তত ১০০ জন লোক গির্জার ভেতরে ছিল।

উপকূলীয় রাজ্য তামাউলিপাসের পুলিশ জানায়, আটকে পড়াদের মধ্যে বেশ কয়েকজন শিশু রয়েছে বলে ধারণা করা হচ্ছে। উদ্ধার তৎপরতা চলছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে, ধসে পড়া গির্জার ভবনের সামনে উৎসুক জনতা ভিড় করেছে। ভিতরে আটকে পড়াদের খোঁজ চলছে।

ধ্বংসস্তূপ থেকে উদ্ধার তৎপরতা চালাতে লোকজন বেলচা ও পিক্যাক্স নিয়ে আসছে বলে জানা গেছে। জরুরি পরিসেবা থেকে উদ্ধার তৎপরতা চালানো

হচ্ছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...