জানুয়ারি ২৩, ২০২৫

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রোকারেজ হাউস গিবসন সিকিউরিটিজের কার্যক্রম শুরু হচ্ছে। মঙ্গলবার (২৩ মে) ব্রোকারেজ হাউসটির উদ্বোধন অনুষ্ঠিত হবে। গিবসন সিকিউরিটিজ সূত্রে এ তথ্য জানানো হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গিবসন সিকিউরিটিজ লিমিটেড উদ্বোধন করবেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড একচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।

তথ্য মতে, গিবসন সিকিউরিটিজ লিমিটেডের কর্তৃপক্ষ বলছে, প্রতিষ্ঠানটি সব গ্রাহককে প্রতিযোগিতামূলকভাবে উচ্চ মানের পণ্য এবং সেবা প্রদান করবে। প্রতিষ্ঠানটি নৈতিক মান বজায় রেখে গ্রাহকদের সেবা দেয়ার মাধ্যমে খ্যাতি অর্জনে প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান তারা।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...