সেপ্টেম্বর ১৭, ২০২৪

বহিরাগত ও স্থানীয় আওয়ামী লীগ কিছু বিএনপির কর্মী মিলে ঝুট ব্যবসা নিয়ন্ত্রণের জন্যই গার্মেন্টস খাতে অস্থিরতা তৈরি করেছে বলে জানিয়েছেন শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আজ বুধবার (৪ সেপ্টেম্বর) দুপুরে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান তিনি।

আসিফ মাহমুদ বলেন, আজ থেকেই সেখানে অভিযান শুরু হবে। সরকার কঠোর অবস্থানে যাবে। যারা গার্মেন্টস খাত ধ্বংস করতে চায়, তাদের ছাড় দেয়া হবে না।

তিনি বলেন, তৈরি পোশাক খাতে শ্রমিকরা নয়, বহিরাগতরা সমস্যা তৈরি করছে। আওয়ামী লীগের যারা জড়িত ছিল, তারা বেশিরভাগই পালিয়ে গেছে, তবে বর্তমানে অসন্তোষে কিছু আওয়ামী লীগের নেতাদের পাশাপশি বিএনপি নেতাদেরও সংশ্লিষ্টতা পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে কঠোর অবস্থানে যাবে সরকার।

এর আগে দেশব্যাপী পোশাকশিল্পসহ বিভিন্ন শিল্পে শ্রমিকদের অসন্তোষের বিষয়টি নিয়ে আজ দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় যান হাসান আরিফ, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ ছয়জন উপদেষ্টা। এ সময় চলমান পরিস্থিতি কীভাবে মোকাবিলা করা যেতে পারে, সে বিষয়ে আলোচনা করেন তারা।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *