ডিসেম্বর ২৩, ২০২৪

বিয়ে করেছেন ‘ক্লোজআপ ওয়ান’ তারকা সানিয়া সুলতানা লিজা। যুক্তরাষ্ট্রপ্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী সবুজ খন্দকারের সঙ্গে অনেকটা চুপিসারে বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন তিনি।

জানা গেছে, বছরখানেক আগে বিয়ে করেন লিজা। দুই পরিবারের সম্মতিতেই বিয়ে করেছেন বলে জানিয়েছেন এই গায়িকা।

আমেরিকায় স্টেজ শো করতে গিয়ে ব্যবসায়ী সবুজ খন্দকারের সঙ্গে পরিচয় লিজার। এরপর পরিণয় থেকে দুই পরিবারের সম্মতিতে বিয়ে করেন তারা।

বছরখানেক ধরে বাংলাদেশেও সবুজকে নিয়ে বিভিন্ন অনুষ্ঠানে নিয়ে হাজির হন লিজা। এমনকি লিজার হোয়াটসঅ্যাপের প্রোফাইল ছবিটিও সবুজ খন্দকারের সঙ্গে। ফেসবুকেও লিজা আর তার পরিবারের সদস্যদের সঙ্গে পোস্ট করা ছবিতে সবুজ খন্দকারকে দেখা গেছে।

লিজা বলেন, পরিবারের সম্মতি ও উপস্থিতিতে বিয়ে করেছি। কোভিড পরিস্থিতি ও রাজনৈতিক পরিস্থিতির কারণে চেয়েছিলাম বিষয়টি আরও কিছুদিন পর জানাবো।

বিয়ে প্রসঙ্গে তিনি আরও বলেন, সবুজ অনেক ভালো একজন মানুষ। আমার কাছের অনেক মানুষই তার কথা জানেন। সবাই দোয়া করবেন যেন আমরা সুখী হতে পারি।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...