জানুয়ারি ২৩, ২০২৫

হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় সোমবার বলেছে, গাজা উপত্যকার উত্তরাঞ্চলীয় একটি হাসপাতালে ইসরায়েলি হামলার মাত্র কয়েক ঘণ্টা পর রেডক্রসের সহায়তায় সেখান থেকে ২শ’ রোগীকে সরিয়ে নেওয়া হয়েছে । হাসপাতালটিতে ইসরায়েলি হামলায় ১২ জন নিহত হয়। খবর এএফপি’র।

মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কুদরা এএফপি’কে বলেন, জাবালিয়ায় অবস্থিত ইন্দোনেশীয় ঐহাসপাতাল থেকে ইতোমধ্যে ২শ’ জনকে উদ্ধার করে বাস যোগে দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস শহরের নাসের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

তিনি আরো বলেন, ‘ইসরায়েলি বাহিনী ইন্দোনেশীয় ঐ হাসপাতাল অবরুদ্ধ করে রেখেছে।’

তিনি গাজার বৃহত্তম এই হাসপাতালের কথা উল্লেখ করে বলেন, ‘আমরা আশঙ্কা করছি, আল-শিফা হাসপাতালে যেমনটা ঘটেছিল এখানেও একই ঘটনা ঘটবে।’ ইসরাইলি বাহিনী বুধবার থেকে হাসপাতালটিতে তল্লাশি অভিযান চালাচ্ছে।

তিনি বলেন, জাবালিয়া শরণার্থী শিবিরের কাছে অবস্থিত ১৪০ বেডের এই হাসাপাতাল থেকে রোগীদের সরিয়ে নেওয়ার কাজ আন্তর্জাতিক রেডক্রস কমিটির সাথে সমন্বয় করে হচ্ছে।

তিনি বলেন, ‘এখনো হাসপাতালটিতে ৪শ’ রোগী রয়েছে। আমরা  এসব রোগীকে সরিয়ে নিতে আইসিআরসি’র সাথে কাজ করছি।’
এই হাসপাতালের আশপাশে গৃহহীন হয়ে পড়া প্রায় ২ হাজার মানুষ রয়েছে বলেও তিনি ইঙ্গিত দিয়েছেন। সূত্র বাসস।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...