জানুয়ারি ৫, ২০২৫

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গতকাল শনিবার গাজায় ইসরায়েলি হামলায় অন্তত ৩০০ জন নিহত হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে, গাজা উপত্যকায় গত ২৪ ঘণ্টায় ৩০০ ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে। নিহতদের বেশিরভাগ শিশু ও নারী বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

এছাড়া একদিনে আরও ৮০০ ফিলিস্তিনি আহত হয়েছেন। এদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর।

গত সপ্তাহের শনিবার ভোরে গাজা থেকে হামাস হঠাৎ করে উপর্যুপরি রকেট হামলা শুরু করলে হামাস-ইসরায়েল পাল্টাপাল্টি হামলা শুরু হয়। এ পর্যন্ত ইসরায়েলি হামলায় গাজার অন্তত দুই হাজার ২০০ জন নিহত হয়েছে। আর হামাসের হামলায় ইসরায়েলি নিহত হয়েছে অন্তত এক হাজার ৩০০ জন। গত অন্তত ৫০ বছরের ইতিহাসে কোনো হামলায় এতজন ইসরায়েলি নিহতের ঘটনা ঘটেনি।

 

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...