সেপ্টেম্বর ১৭, ২০২৪

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২ হাজার ২১৫ জনে দাঁড়িয়েছে। নিহতের তালিকায় ৭২৪ জন শিশু রয়েছে। এ ছাড়া আহত হয়েছেন আরো অন্তত ৮ হাজার ৭১৪ জন ফিলিস্তিনি।

শনিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানিয়েছেন, ইসরায়েলের বিমান হামলায় কেবল গত ২৪ ঘণ্টার মধ্যেই ৩২৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আর আহত হয়েছেন আরো প্রায় এক হাজার ফিলিস্তিনি। এর মধ্যে ৬৬ শতাংশই নারী ও শিশু।

অপরদিকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের হামলায় এখন পর্যন্ত ১ হাজার ৩০০ জন ইসরায়েলি নিহতের খবর পাওয়া গেছে। আর আহত হয়েছেন প্রায় তিন হাজার ইসরায়েলি।

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ শুরুর তৃতীয় দিন সোমবার থেকে গাজাকে পুরোপুরি অবরুদ্ধ করে রেখেছে ইসরাইল। জ্বালানি, বিদ্যুৎ, পানি, খাবার ও ওষুধ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে সেখানে। গাজায় বসবাসকারী ২৩ লাখ ফিলিস্তিনিকে পুরো বিশ্ব থেকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছে।

গাজায় স্থল হামলা শুরু করতে যাচ্ছে ইসরায়েল। গাজা শহর থেকে সব বেসামরিক মানুষদের সরে যাওয়ার আহ্বান জানিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *