নভেম্বর ৯, ২০২৪

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩৫৪ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরো অন্তত ৬ হাজার ৪৯ জন ফিলিস্তিনি।

বৃহস্পতিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানিয়েছেন, আহতের মধ্যে ৬০ শতাংশই শিশু ও নারী।

অপরদিকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের হামলায় এখন পর্যন্ত ১ হাজার ৩০০ জন ইসরায়েলি নিহতের খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরো অন্তত তিন হাজার ইসরায়েলি।

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ শুরুর তৃতীয় দিন সোমবার থেকে গাজাকে পুরোপুরি অবরুদ্ধ করে রেখেছে ইসরাইল। জ্বালানি, বিদ্যুৎ, পানি, খাবার ও ওষুধ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে সেখানে। গাজায় বসবাসকারী ২৩ লাখ ফিলিস্তিনিকে পুরো বিশ্ব থেকে বিচ্ছিন্ন করে রেখেছে ইসরায়েল

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...