জানুয়ারি ৭, ২০২৫

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলছে, ফিলিস্তিনের গাজা উপত্যকার খান ইউনিসের নাসের হাসপাতালে খাবারের ব্যাপক সংকট থাকা সত্ত্বেও সেখানে তারা খাবার সরবরাহ করতে পারছে না। তল্লাশি কেন্দ্রগুলোতে বিলম্বের ফলে কঠিন পরিস্থিতি তৈরি হচ্ছে।

গাজার উত্তরাঞ্চলে খাদ্য সরবরাহের পর ত্রাণকর্মী মার্সি কর্পস বলেন, ‘দুজনকে দেখলাম দম বন্ধ হয়ে আসছে। প্রচুর লোকজনের ভিড়ে তারা অসুস্থ হয়ে পড়েছে।’ ওই এলাকায় খাদ্য সরবরাহ তেমন একটা হয়নি।

রাফাহ এলাকায় ইসরায়েলি বাহিনীর কাছ থেকে পাওয়া ফিলিস্তিনিদের মরদেহ দাফনের সময় চিকিৎসক ওমর আবু তাহা আলজাজিরাকে বলেন, ‘এরা কোথায় আহত হয়েছিলেন, এদের নামপরিচয়ই বা কী, আমরা তা জানি না।’

রেড ক্রিসেন্ট জানিয়েছে, ইসরায়েলি বাহিনী খান ইউনিসের আল-আমল হাসপাতালে হামলা চালিয়েছে। এখন তারা চিকিৎসকদের এবং বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের এলাকা ছাড়তে বলছে।

৭ অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরায়েলি হামলায় গাজায় অন্তত ২৬ হাজার ৭৫১ জন নিহত হয়েছেন। অন্যদিকে এ পর্যন্ত হামাসের হামলায় ইসরায়েলে এক হাজার ১৩৯ জন নিহত হয়েছেন।

 

 

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...