আগস্ট ১৬, ২০২৫

ইসরাইলের হামলায় গাজা উপত্যকায় আরও ৩৭ ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহতদের মধ্যে ২৫ জন উত্তর গাজার। এছাড়া নিহতদের বেশিরভাগই নারী ও শিশু। এখন পর্যন্ত মোট নিহত ফিলিস্তিনির সংখ্যা ৪৩ হাজার ৩শ’ ছাড়িয়েছে।

সোমবার ইসরাইলি সামরিক বাহিনী উত্তর গাজার দুটি আবাসিক ভবনে একাধিক বিমান হামলা চালায়। এতে সেখানে ১৫ জন নিহত হন। এছাড়া ইসরাইলি সামরিক বাহিনী ভারী আর্টিলারি এবং ড্রোন হামলাও চালিয়ে যাচ্ছে। জাবালিয়া শরণার্থী শিবিরের উত্তরের অংশ থেকে বিতাড়িত হয়ে বেইত লাহিয়ায় আশ্রয় নেয় মানুষজন। সেখানেও হামলা চলছে।

স্বাস্থ্যসেবার দিক থেকে পুরো উত্তর গাজা অঞ্চলটি সম্পূর্ণরূপে চিকিৎসা সেবা ছাড়া রয়েছে। আহতদের কামাল আদওয়ান হাসপাতাল বা আল-আওদা হাসপাতালে পাঠানো হচ্ছে। তবে সেখানে কোনও চিকিৎসা সেবা পাওয়া যাচ্ছে না। কারণ ইসরাইলি সামরিক বাহিনী এই সকল চিকিৎসা প্রতিষ্ঠানকে অচল করে দিয়েছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...