ডিসেম্বর ২২, ২০২৪

গাইবান্ধার গোবিন্দগঞ্জে শ্যামলী পরিহনের একটি বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন।

শুক্রবার (৭ জুলাই) দিবাগত রাত ১২ টার দিকে উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের কাটাখালী বালুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের চকনদী গ্রামের আব্দুল জোব্বারের ছেলে জহুরুল ইসলাম (৪৩), একই গ্রামের জা‌হিদ (২৫) ও তার স্ত্রী ঝর্না (২২)।

স্থানীয়রা জানায়, শুক্রবার রাতে ঢাকা থেকে শ্যামলী পরিবহনের একটি বাস কয়েকজন যাত্রী নিয়ে রংপুরের দিকে যাচ্ছিল। বাসটি ১২টার দিকে বালুয়াবাজারে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের ও ট্রাকের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এই ঘটনায় ট্রাকে থাকা তিন যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। আহত হন অন্তত ১৫ জন।

পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন। গুরুতর আহতদের বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, গোবিন্দগঞ্জের কাটাখালী এলাকায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৫ জন। নিহত ও আহতরা সবাই ট্রাকের যাত্রী ছিলেন। নিহতদের মধ্যে দুইজন পুরুষ ও একজন নারী রয়েছে। প্রত্যেকের বাড়ি গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নে।

তিনি আরও জানান, স্থানীয়দের ভাষ্যমতে বাস না পেয়ে অন্তত ৩০ জন মানুষ ট্রাকযোগে ঢাকা যাচ্ছিল। এছাড়া মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে দুর্ঘটনার শিকার বাস ও ট্রাকটি মহাসড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

তবে দুর্ঘটনার সঠিক কারণ নিশ্চিত করে বলতে পারেননি ওসি।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...