নভেম্বর ১৬, ২০২৪

রাশিয়া ইউক্রেনের শহর খেরসনে হামলা করেছে। হামলায় কমপক্ষে ২৩ জন নিহত হয়েছে। স্থানীয় সময় বুধবার (০৩ মে) গোলাবর্ষণ শুরু করে রাশিয়া তাতে এই ঘটনা ঘটে। আঞ্চলিক গভর্নর এ তথ্য নিশ্চিত করেছেন।

গভর্নর ওলেকসান্দর প্রোকুদিন অনলাইনে পোস্ট করা একটি ভিডিওতে বলেন, একটি বড় বাজার, একটি রেলওয়ে স্টেশন এবং বেশ কিছু আবাসিক ভবনে হামলা চালানো হয়েছে। আমরা যেখানে বসবাস করছি সেখানে টার্গেট করে শত্রুরা হামলা চালাচ্ছে। প্রোকুদিন বলেন, বিভিন্ন হামলায় ৪৬ জন আহত হয়েছে।

খেরসনের আঞ্চলিক সামরিক প্রশাসনের মুখপাত্র ওলেকসান্দর টোলোকোনিকোভও হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, খেরসনে রুশদের গ্রহণ না করার বদলা নিতেই রাশিয়া হামলা চালিয়েছে।

এদিকে ক্রেমলিনে ড্রোন হামলা চালিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। পুতিনের কার্যালয় জানিয়েছে, ক্রেমলিনে মঙ্গলবার রাতে দুটো ড্রোন দিয়ে হামলার চেষ্টা করা হয়েছে, তবে রুশ প্রতিরক্ষা বাহিনী সে রাতেই ড্রোন দুটো আকাশে ধ্বংস করে দিয়েছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...