ডিসেম্বর ২৩, ২০২৪

খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযান বিপুল সংখ্যক অস্ত্রসহ পাঁচজন সন্ত্রাসীকে আটক করা হয়েছে।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

আইএসপিআর জানায়, খাগড়াছড়ির গুইমারা রিজিয়নের তত্ত্বাবধানে সিন্দুকছড়ি সেনা জোন বটতল, দক্ষিণ কাঞ্চননগর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পাঁচজন সশস্ত্র সন্ত্রাসীকে আটক করা হয়।

এছাড়া অভিযানে ১টি একে-৪৭ রাইফেল (৭ রাউন্ড অ্যামোনিশন এবং ১টি ম্যাগাজিন), ১টি এম-১ রাইফেল (২৪ রাউন্ড অ্যামোনিশন ভর্তি ম্যাগাজিন) ১টি একে-২২ রাইফেল (আনুমানিক ২০০ রাউন্ড অ্যামোনিশন), ৪টি মর্টার, ১টি ৭.৬৫ মি.মি. পিস্তল চায়না (৩ রাউন্ড অ্যামোনিশন), ১টি এলজি লং ব্যারেল রাইফেল (৩৬টি এলজি কার্তুজসহ), ১টি এলজি শর্ট ব্যারেল রাইফেল বিপুল পরিমাণ আইইডি সরঞ্জাম এবং ব্যবহৃত ইউনিফরম জব্দ করা হয়। পরে আটক সশস্ত্র সন্ত্রাসী এবং জব্দ হওয়া সরঞ্জাম প্রয়োজনীয় কার্যক্রম শেষে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

বর্তমানে ওই স্থানের নিরাপত্তা ব্যবস্থা নিরাপত্তা বাহিনীর নিয়ন্ত্রণাধীন রয়েছে। ভবিষ্যতেও এলাকার শান্তি শৃঙ্খলা এবং নিরাপত্তা নিশ্চিতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...