ডিসেম্বর ২৪, ২০২৪

বিজ প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুরে সাতখামাইর এলাকায় রেল স্টেশনে লাইনের স্লিপার আনলোড করার সময় ক্রেন উল্টে যাওয়ায় ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) সকাল ৯টার দিকে সাতখামাইর রেল স্টেশনে এ ঘটনা ঘটে।

শ্রীপুর রেলওয়ে স্টেশনের মাস্টার হারুন অর রশিদ এ তথ‌্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সাকলে রেল লাইন মেরামতের জন্য আনা স্লিপার আনলোড কারার সময় একটি ক্রেন উল্টে যায়। এতে ঢাকা-ময়মনসিংহ লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। দ্রুত ক্রেন সরিয়ে ট্রেন চলাচল চালু করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

এদিকে, ময়মনসিংহগামী তিস্তা এক্সপ্রেস শ্রীপুর স্টেশনে ও ঢাকাগামী কমিউটার কাওরাইদের দিকে যাত্রাবিরতি করছে বলেও জানান তিনি।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...