নভেম্বর ১৪, ২০২৪

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় গত ৭ জানুয়ারি রোববার। গতকাল বুধবার সন্ধ্যার মধ্যেই পরিষ্কার হয়ে গেছে নতুন মন্ত্রিসভায় কারা থাকছেন।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় মন্ত্রী হিসেবে শপথ নেবেন ২৫ জন সংসদ সদস্য। আর প্রতিমন্ত্রী হিসিবে শপথ নেবেন ১১জন সংসদ সদস্য।

গত পাঁচ বছর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন জাহিদ আহসান রাসেল এমপি। বৃহস্পতিবার সন্ধ্যায় মন্ত্রিসভার নতুন সদস্যরা শপথ নেওয়ার সঙ্গে সঙ্গে সাবেক হয়ে যাবেন বাদপড়া মন্ত্রী-প্রতিমন্ত্রীরা।

এদিন ক্রীড়া প্রতিমন্ত্রী হিসেবে বৃহস্পতিবার শেষবারের মতো জাতীয় ক্রীড়া পরিষদে (এসএসসি) অফিস করেন জাহিদ আহসান রাসেল। প্রধানমন্ত্রীর অনুদানের চেক বিতরণ এবং জাতীয় ক্রীড়া পুরস্কার ২০২৩ চূড়ান্তকরণের সভায় যোগ দিতে তিনি জাতীয় ক্রীড়া পরিষদ টাওয়ারে গিয়েছিলেন।

বিদায়বেলায় মো. জাহিদ আহসান রাসেল তার সময়ে ক্রীড়াঙ্গনের সাফল্যের কথা তুলে ধরেন। করোনার কারণে প্রায় দুই বছর তিনি ঠিকভাবে কাজ করতে পারেননি সেটাও উল্লেখ করেছেন। যাওয়ার সময় তিনি অনুধাবন করেছেন, ক্রীড়াবিদদের প্রশিক্ষণখাতে বরাদ্দ আরও বৃদ্ধির দরকার ছিল। নতুন যিনি আসবেন তিনি এ বিষয়টি দেখবেন বলেও আশাবাদ ব্যক্ত করেছেন।

বিদায়ীবেলায় জাহিস আহসান রাসেল বলেন, ‘আমি ক্রীড়ার উন্নয়নে বিশ্বাসী। যিনি এই পদে আসবেন তাকে সর্বাত্মক সহযোগিতা করব। তিনি না চাইলেও চেষ্টা করব নিজ উদ্যোগে সহযোগিতা করার।’

২০১৯ সালের ৭ জানুয়ারি ক্রীড়া প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন মো. জাহিদ আহসান রাসেল এমপি। ৫ বছর ৪ দিন পর তিনি শেষবারের মতো অফিস করলেন এই মন্ত্রণালয়ের প্রধান ব্যক্তি হিসেবে।

মো. জাহিদ আহসান রাসেল দীর্ঘ সময় সম্পৃক্ত ছিলেন ক্রীড়াঙ্গনে। বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের যুব ও ক্রীড়া বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পালন করেছেন ২০০৯ থেকে টানা দুই মেয়াদে। তারপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে দায়িত্ব দেন ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...