নভেম্বর ১৫, ২০২৪

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আগামীকাল মঙ্গলবার থেকে শুরু হতে যাচ্ছে ভারতের টেস্ট সিরিজ। তার আগে আজ সোমবার দলের সঙ্গে যোগ দিয়েছেন বিরাট কোহলি। তিনি দলের তিনদিনের প্রস্তুতি ম্যাচ না খেলে দক্ষিণ আফ্রিকা থেকে লন্ডনে উড়ে যান জরুরি পারিবারিক কাজে।

সেখান থেকে আজ দক্ষিণ আফ্রিকায় ফিরেই অনুশীলনে নেমে পড়েন তিনি। তার উপস্থিতি দলকে চাঙ্গা করেছে। কারণ, কোহলি কেবল একজন বিশ্বসেরা ব্যাটসম্যানই নন- ভারতের সাবেক অধিনায়কও। তার রয়েছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলার দারুণ অভিজ্ঞতা।

ওয়ানডে সিরিজ জেতার আত্মবিশ্বাস নিয়ে আগামীকাল বক্সিংডে টেস্টে মাঠে নামবে ভারত। যদিও এই সিরিজে তারা পাচ্ছে না মোহাম্মদ শামি, ঈশান কিষাণ ও রুতুরাজ গায়কোয়াড়কে। ইনজুরির কারণে তারা নেই টেস্ট দলে।

সেঞ্চুরিয়নে বাংলাদেশ সময় মঙ্গলবার দুপুর ২টায় শুরু হবে ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার প্রথম টেস্ট। এরপর ৩ জানুয়ারি শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট। দুটি টেস্টই আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...