নভেম্বর ১৩, ২০২৪

কোটা সংস্কার আন্দোলন ঘিরে নাশকতা-সহিংসতায় ১৪৭ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে সরকার। এদের মধ্যে রয়েছেন সাধারণ মানুষ, শিক্ষার্থী, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং পুলিশের কয়েকজন সদস্য রয়েছেন।

আজ রোববার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নিহতের এই সংখ্যা জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

তিনি বলেন, মৃতের সংখ্যা নির্ণয়ে আরও অনুসন্ধান চলছে। নিহতদের মধ্যে কতজন নারী, কতজন পুরুষ কিংবা কোন পেশার মানুষ কতজন- সেটি নির্ধারণের কার্যক্রমও চলছে।

কোটা সংস্কার আন্দোলন ঘিরে গত ১৭ জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষার্থীসহ কয়েকজনের নিহতের খবর আসে। এর পরের দুইদিন দেশব্যাপী সহিংসতায় নিহতের সংখ্যা আরও বাড়ে।

সারাদেশে কতজন নিহত হয়েছেন সেই সংখ্যা নিয়েও বিভ্রান্তি দেখা দেয়। বিভিন্ন গণমাধ্যমে বিভিন্নরকম খবর বের হয়। তবে এতদিন সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়নি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কখনো বলা হচ্ছে ৫০০ জনের মৃত্যু হয়েছে। আসলে মৃত্যু নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। ছাত্র কতজন এখনও বিস্তারিত জানা যায়নি। আরও যাচাই করে তথ্য জানানো হবে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...