জানুয়ারি ৮, ২০২৫

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের অন্তর্বর্তী জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন খারিজ করে দিয়েছেন সুপ্রিমকোর্ট। বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়, দুর্নীতির মামলায় ৫০ দিন কারাগারে থাকার পর নির্বাচনের প্রচারের জন্য কেজরিওয়ালকে অন্তর্বর্তী জামিন দিয়েছিলেন সুপ্রিমকোর্ট। গত ১১ মে তিনি জামিনে মুক্তি পান।

আগামী ১ জুন পর্যন্ত সুপ্রিমকোর্ট তার অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেন। সেই নির্দেশ অনুযায়ী আগামী ২ জুন কেজরিওয়ালকে আত্মসমর্পণ করতে হবে। এ জামিনের মেয়াদ শেষ হতে আর মাত্র কয়েকদিন বাকি। তবে এর আগেই জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন করেন তিনি। কিন্তু তার সেই আবেদন নাকোচ করে দেন দেশটির শীর্ষ আদালত।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...