ডিসেম্বর ২২, ২০২৪

গত মাসে শেষ হওয়া ক্রিকেট বিশ্বকাপে দুর্দান্ত পারফরর্ম করেন বিরাট কোহলি। বিশ্বকাপ শেষে ভারতীয় ক্রিকেট দল ঘরের মাঠে অস্ট্রেলিয়ার সঙ্গে খেলে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সেই সিরিজে ছুটিতে ছিলেন কোহলি।

এরপর ভারতীয় ক্রিকেট দল দক্ষিণ আফ্রিকা সফরে গিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের পর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলে। আফ্রিকায় অনুষ্ঠিত এই দুই সিরিজেও ছিলেন না কোহলি।

তার মানে ভারতের সবশেষ তিনটি সিরিজে ছুটিতে ছিলেন না বিরাট কোহলি। মঙ্গলবার থেকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরিয়নে শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি। সেই সিরিজের ঠিক আগেই আফ্রিকা থেকে হঠাৎ লন্ডনে যান কোহলি।

টেস্ট সিরিজ শুরুর ঠিক আগে কোহলির হঠাৎ লন্ডন সফর নিয়ে জল্পনা কল্পনা শুরু হয়েছে। নেটিজেনদের অনেকেই বলছেন কোহলির স্ত্রী আনুশকা শর্মা হয়তো দ্বিতীয়বার মা হতে যাচ্ছেন।

তবে আসল কারণ হলো স্ত্রীকে সঙ্গ দিতেই ছুটি নিয়ে হঠাৎ লন্ডন যান বিরাট কোহলি। আনুশকা শর্মা শারীরিক ভাবে সুস্থ রয়েছেন। মঙ্গলবার সেঞ্চুরিয়নে শুরু হতে যাওয়া ভারত-দক্ষিণ আফ্রিকার মধ্যকার টেস্টে খেলবেন কোহলি।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...