সেপ্টেম্বর ৮, ২০২৪

ভারতের জম্মু-কাশ্মীরে ভয়াবহ বন্দুকযুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর দুই কর্মকর্তা এবং এক সৈনিক প্রাণ হারিয়েছেন। এসময় আহত হয়েছেন আরও এক সেনা সদস্য।

বুধবার (২২ নভেম্বর) সন্ত্রাসীদের বিরুদ্ধে ভারতীয় সেনা ও পুলিশের যৌথ অভিযানের সময় এই হতাহতের ঘটনা ঘটে। খবর এনডিটিভি।

গণমাধ্যমটি জানায়, পীর পাঞ্জাল জঙ্গলে সন্ত্রাসীরা লুকিয়ে রয়েছে বলে নিরাপত্তা বাহিনীর কাছে গোপন সূত্রে খবর ছিল। এর প্রেক্ষিতে যৌথ অভিযান শুরু করে সেনাবাহিনীর বিশেষ দল ও পুলিশ।

পীর পাঞ্জাল জঙ্গলটি কয়েক বছর ধরেই নিরাপত্তা বাহিনীর জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। ঘন বন ও পাহাড়ি পরিবেশের সুযোগ নিয়ে ওই এলাকায় ঘাঁটি গেঁড়েছে সন্ত্রাসীরা। তাদের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে কয়েকবারই হামলার মুখে পড়েছেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

গত সপ্তাহে রাজৌরি জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে এক সন্ত্রাসী নিহত হয়। বুধল তহসিলের গুল্লের-বেহরোট এলাকায় সেনাবাহিনী, পুলিশ এবং সিআরপিএফের যৌথ অভিযান চলাকালে সংঘর্ষের সময় এই ঘটনা ঘটে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *