সেপ্টেম্বর ৮, ২০২৪

কোটা আন্দোলন ঘিরে নাশকতা, ভাঙচুর, অগ্নিসংযোগের অভিযোগে রাজধানীতে গ্রেপ্তার হওয়া বিএনপি-জামায়াত নেতাকর্মীসহ ২৩৩ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। এছাড়া সাত থানার মামলায় ১৫ জনের বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (২৫ জুলাই) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের পৃথক কয়েকটি ম্যাজিস্ট্রেট আদালত এসব আদেশ দেন।

কারাগারে যাওয়া আসামিদের মধ্যে শাহবাগ থানার একজন, রমনা মডেল থানার ১, কলাবাগান থানার ২, নিউমার্কেট থানার ৪, ক্যান্টমেন্ট থানার ৬, ওয়ারী থানার ১০, রামপুরা ২২, সবুজবাগ থানার ৩, তেজগাঁও শিল্পাঞ্চল থানার ১১, তেজগাঁও থানার ৮, হাতিরঝিল থানার ৬, মোহাম্মদপুর থানার ১১, আদাবর থানার শিশুসহ ৩, পল্লবী থানার ৬, কাফরুল থানার ৩, কদমতলী থানার ৬, উত্তরা পশ্চিম থানার ৩, উত্তরা পূর্ব থানার ৪, তুরাগ থানার ৭, ধানমন্ডি থানার ৫, ডেমরা থানার ৪, যাত্রাবাড়ী থানার ২১, খিলগাঁও থানার ১, গুলশান থানার ২, বনানী থানার ৩, কোতোয়ালি থানার ৫, বংশাল থানার ৫, লালবাগ থানার ৯, চকবাজার থানার ১, বাড্ডা থানার ২০, ভাটারা থানার ২, মিরপুর থানার ১৬, শেরেবাংলা নগর থানার ১, মতিঝিল থানার ৫, পল্টন মডেল থানার ১৪ ও শাহজাহানপুর থানার ২ জন রয়েছে।

এছাড়া রাজধানীর সাত থানার বিভিন্ন মামলায় রিমান্ডে নেওয়া ১৫ জনের মধ্যে শাহবাগ থানার একজন, ক্যান্টমেন্ট থানার ২, আদাবর থানার ১, ধানমন্ডি থানার ৪, ডেমরা থানার ১, খিলগাঁও থানার ১, বনানী থানার ২ ও পল্টন মডেল থানার ৩ জন রয়েছেন।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *