ডিসেম্বর ২৩, ২০২৪

ইডেনে ১৬তম আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের প্রথম হোম ম্যাচ দেখতে এসেছিলেন শাহরুখ খান। ভরা ইডেন যেমন সাক্ষী রইল নাইটদের জয়ের, তেমনই গ্যালারি থেকে দলকে জিততে দেখলেন কিং খানও। কিন্তু ওই ঝটিকা সফরেই অ্যাসিড আক্রান্তদের কাছে ছুটে গেলেন শাহরুখ খান। প্রিয় নায়ককে দেখতে পেয়ে খুশি তাঁরাও।

এক এক করে সকল অ্যাসিড আক্রান্তদের সঙ্গে ছবিও তুলেন এসআরকে।

এদিকে বহুদিন ধরেই অ্যাসিড আক্রান্তদের পাশে রয়েছে শাহরুখের সংস্থা। মীর ফাউন্ডেশন নামে ওই সংস্থা অ্যাসিড আক্রমণে আক্রান্তদের অস্ত্রোপচার, চিকিৎসার যাবতীয় খরচা বহন করে বহুদিন ধরেই। অতীত ভুলে জীবনের মূলস্রোতে ফেরার প্রেরণা জোগায়।

আর শাহরুখও ফাঁক পেলেই তাদের সঙ্গে কাটিয়ে যান কিছু মুহূর্ত। তারাও শেয়ার করে নেন নানা মুহূর্ত। শেয়ার করেন জমে থাকা কথা।

নাইটদের জয়ের পর কলকাতা সাক্ষী থাকল আরও এক মিষ্টি মুহূর্তের। ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই শাহরুখের প্রশংসায় মেতেছেন তার ভক্ত অনুরাগীরা। সূত্র- টিভি৯ বাংলা

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...