ডিসেম্বর ২৩, ২০২৪

কর ফাঁকির একাধিক ঘটনায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। হান্টারের ব্যক্তিগত ও ব্যবসায়িক লেনদেনের বিষয়ে তদন্তকাজে অংশ নেওয়া স্পেশাল কাউন্সেল এ নিয়ে চলতি বছর দ্বিতীয়বারের মতো তার বিরুদ্ধে অভিযোগ আনলো। খবর এএফপির।

ক্যালিফোর্নিয়া ডিস্ট্রিক্ট আদালতে ৫৬ পৃষ্ঠার অভিযোগপত্র দায়ের প্রসঙ্গে স্পেশাল কাউন্সেল ডেভিড ওয়েইস বলেন, হান্টার বাইডেন ২০১৬ থেকে ২০১৯ সালের মধ্যবর্তী সময়ে কমপক্ষে ১৪ লাখ ডলার কর প্রদান করেননি।

হান্টার বাইডেনের বিরুদ্ধে কর না দেওয়া, কর ফাঁকি ও ভুয়া কর রিটার্ন প্রদানের নয়টি অভিযোগ আনা হয়েছে।

এদিকে, নতুন করে হান্টারের বিরুদ্ধে এইসব অভিযোগের কারণে প্রেসিডেন্ট জো বাইডেন বেশ বিব্রত অবস্থায় পড়েছেন। জো বাইডেন পুনর্নির্বাচনের জন্য ভোটের মাঠে রয়েছেন। তিনি তার ছেলের বিদেশে থাকা ব্যবসা থেকে সুবিধা নিয়েছেন, এমন অভিযোগে রিপাবলিকানদের কাছ থেকে অভিসংশনের হুমকি মোকাবিলা করছেন।

এর আগে হান্টার বাইডেনের বিরুদ্ধে বন্দুক কেনার জন্য আবেদন করার সময় মাদক সেবনের মতো অভিযোগ আনা হয়েছিল। আর নতুন করে আনা অভিযোগের অর্থ হচ্ছে আগামী বছর তাকে দুবার বিচারের সামনাসামনি হতে হবে, যখন কি না তার বাবা প্রেসিডেন্ট নির্বাচনে লড়বেন। তবে হান্টারের আগের সমস্যাসঙ্কুল আচরণের পরেও তার পাশে থাকার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট বাইডেন।

নতুন করে গঠিত অভিযোগে বলা হয়েছে, হান্টার বাইডেন ২০১৬ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত ৭০ লাখ ডলারের বেশি অর্থ আয় করেন, যা তিনি খোলামেলা জীবযাপনে ব্যয় করেছেন।

এতে আরও বলা হয়, ২০১৬ থেকে ২০২০ সালের অক্টোবর পর্যন্ত বিবাদী তার আয়ের অর্থ ব্যয় করেছেন মাদক কেনায়, ব্যক্তিগত নিরাপত্তায়, মেয়ে বন্ধুদের পেছনে, বিলাসবহুল হোটেল ও বাড়ি ভাড়ায়, আকর্ষণীয় গাড়ি, কাপড়চোপড় কেনায়, অর্থাৎ তিনি সব কাজই করেছেন কেবল কর দেওয়া ছাড়া।

তবে রিপাবলিকানরা বারবার অভিযোগ তোলার পরও হান্টার বাইডেনের বিরুদ্ধে তার বৈদেশিক লেনদেন সম্পর্কিত অপরাধ সংশ্লিষ্টতার বিষয়ে কোনো অভিযোগ গঠন করা হয়নি। ইয়েল বিশ্ববিদ্যালয়ে প্রশিক্ষণপ্রাপ্ত আইনজীবী হান্টার বাইডেনের ব্যক্তিগত জীবন অ্যালকোহল ও কোকেন আসক্তির কারণে অনেকটাই ছন্নছাড়া।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...