জানুয়ারি ২৯, ২০২৫

জলবায়ু পরিবর্তন এবং এর প্রভাব মোকাবিলায় পদক্ষেপ নেওয়ার জন্য আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিত কপ-২৯ জলবায়ু সম্মেলনে অংশগ্রহণ করবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। তিনি আগামীকাল সোমবার (১১ নভেম্বর) আজারবাইজানের উদ্দেশে রওনা হবেন।

এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, ১১-২২ নভেম্বর পর্যন্ত বাকুতে কপ-২৯ সম্মেলন অনুষ্ঠিত হবে, যেখানে প্রধান উপদেষ্টা ১১-১৪ নভেম্বর তিন দিনের রাষ্ট্রীয় সফর করবেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, বাংলাদেশ জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে অন্যতম, এবং সে কারণে বাকুতে বাংলাদেশ তার দাবি-দাওয়া তুলে ধরবে। পাশাপাশি, বাংলাদেশ জলবায়ু পরিবর্তন মোকাবিলায় অগ্রণী ভূমিকা পালন করছে এবং উন্নয়নশীল দেশগুলোর পক্ষে কথা বলবে।

সম্মেলনে বাংলাদেশের অবস্থানকে গুরুত্ব দেওয়া হবে, এবং জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশ যে সমস্যার সম্মুখীন হচ্ছে, বিশেষ করে পূর্বাঞ্চলে বন্যার কারণে ক্ষয়ক্ষতি তুলে ধরা হবে। জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি তহবিল ‘লস অ্যান্ড ড্যামেজ ফান্ড’, প্যারিস চুক্তির তহবিল, এবং জলবায়ু উদ্বাস্তুদের বিষয়েও আলোচনা হতে পারে। এছাড়া, বাংলাদেশ উন্নত দেশগুলো থেকে সবুজ প্রযুক্তিতে সহায়তা চাইতে পারে।

এদিকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে ক্ষমতাগ্রহণের পরে এটি ড. ইউনূসের দ্বিতীয় বিদেশ সফর। এর আগে, ড. ইউনূস জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউইয়র্ক সফর করেছিলেন। এবার কপ-২৯ সম্মেলনে যোগ দিতে তিনি আজারবাইজান যাচ্ছেন।

কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, প্রধান উপদেষ্টা সম্মেলনে অংশ নেওয়ার পাশাপাশি, বাকুতে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গে বৈঠক এবং সৌজন্য সাক্ষাৎ করবেন।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...