সেপ্টেম্বর ২১, ২০২৪

বলিউড অভিনেতা শাহরুখ খানের ক্যারিয়ারের সবচেয়ে ব্যয়বহুল সিনেমা ‘জওয়ান’। ৩০০ কোটি রুপি ব্যয়ে নির্মিত এই সিনেমাটি গত বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) ভারতের সাড়ে ৫ হাজার ও বিশ্বের অন্যান্য দেশের সাড়ে ৪ হাজার পর্দায় মুক্তি পেয়েছে।

মুক্তির প্রথম দিনেই ‘জওয়ান’ ভেঙ্গে দিয়েছে আগের সব রেকর্ড। প্রথম দিনেই সিনেমাটি ভারতে আয় করেছে ৭৫ কোটি রুপি। যা হিন্দি সিনেমার ইতিহাসে প্রথম বার। দ্বিতীয় দিনেও (৮ সেপ্টেম্বর, শুক্রবার) বক্স অফিস কাঁপিয়েছে ‘জওয়ান’।

দ্বিতীয় দিনে ভারতীয় বক্স অফিসে হিন্দি, তামিল, তেলেগু সংস্করণ মিলিয়ে ৫৩ কোটি টাকা আয় করেছে ‘জওয়ান’। শুক্রবার কর্মদিবস হওয়ার কারণে আয় যখন অনেক কমে যাওয়ার সম্ভাবনা ছিল, তখন ‘জওয়ান’ ৫০ কোটি টাকারও বেশি আয় করেছে। অর্থাৎ দুই দিনে ভারতের বাজারে ১২৭.৫০ কোটি রুপি আয় করেছে সিনেমাটি। আর বিশ্বব্যাপী দুই দিনে সিনেমাটির আয় ২০০ কোটি রুপি পেরিয়েছে।

আজ শনিবার এবং আগামীকাল রোববার সিনেমার ব্যবসা আরো বাড়বে বলে মনে করছেন বক্স অফিস বিশ্লেষকরা। সপ্তাহ শেষে বিশ্বব্যাপী আয় দাঁড়াতে পারে ৫০০ কোটি রুপি। সব মিলিয়ে ‘পাঠান’-এর হাজার কোটিকে টক্কর দিয়ে যেতে খুব একটা সময় লাগবে না ‘জওয়ান’ শাহরুখের।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *