সেপ্টেম্বর ১৮, ২০২৪

প্রায় ২৭ দিন বন্ধ থাকার পর কক্সবাজার থেকে আন্তঃনগর ট্রেন চলাচল শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় কক্সবাজার আইকনিক রেল স্টেশন থেকে কক্সবাজার এক্সপ্রেস নামে আন্তঃনগর ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।

কক্সবাজার আইকনিক রেল স্টেশনের স্টেশন মাস্টার গোলাম রব্বানী জানান, পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী আজ বৃহস্পতিবার থেকে আন্তঃনগর ট্রেন চলাচল শুরু হয়েছে। দুপুর সাড়ে ১২টায় কক্সবাজার এক্সপ্রেস আন্তঃনগর ট্রেন ঢাকার উদ্দেশ্যে কক্সবাজার ছেড়ে যায়। রাত ৮টায় আন্তঃনগর ট্রেন পর্যটক এক্সপ্রেস কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে।

তিনি জানান, আগামীকাল শুক্রবার থেকে কক্সবাজার-চট্টগ্রাম রুটে স্পেশাল ট্রেন চলাচল শুরু হবে। এটি আগামী ৩১ আগস্ট পর্যন্ত চলাচল করবে।

গোলাম রব্বানী আরও জানান, বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলন চলাকালে কক্সবাজার আইকনিক রেল স্টেশন এবং কক্সবাজার চট্টগ্রামের রেললাইনের কোনো ক্ষতি হয়নি।

এই আন্দোলনকে কেন্দ্র করে গত ১৮ জুলাই থেকে কক্সবাজারসহ দেশের বিভিন্ন পথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে সরকারের কারফিউ জারির পর ১৯ জুলাই থেকে ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *